নয়াদিল্লি: ভারত মহাসাগরের পানির নিচে খনিজ সম্পদ পর্যবেক্ষন ও গবেষণার জন্য প্রথমবারের মতো নাবিক বিহীন ডুবোজাহাজ প্রেরন করেছে ন্যাসনাল ইনিস্টিটিউট অফ ওসিন টেকনোলজি (এনআইওটি)।
দূরনিয়ন্ত্রিত ডুবোজাহাজ (আরওভি) রাশিয়ার তৈরি।
বিজ্ঞানীরা আরওভি থেকে প্রাপ্ত তথ্য গবেষণার কাজে লাগানোর পরিকল্পনা করছেন।
এনআইওটি পরিচালক বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভারতের জন্য এটা বড় কৃতিত্ব। তিনি বলেন, খুব কম দেশেই এই সুবিধা রয়েছে।
আরওভি ছবি ও নির্ধারিত এলাকার গবেষণার নমুনা পাঠাতে সক্ষম।
প্রকল্প পরিচালক রামাদাস বলেন, গত ছয় মাস ডুবোজাহাজের ভিডিও চিত্র উন্নয়েনে কাজ করেছি। যাতে করে সর্বোচ্চ সফলতা নিশ্চিত করা সম্ভব হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০