ওয়াশিংটন: আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে ন্যাটো মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা সোমবার আরও একহাজার প্রশিক্ষক চেয়েছেন।
মেজর জেনারেল উইলিয়াম ক্যালডওয়েল বলেন, আফগানিস্তানের সেনা ও পুলিশ সদস্যদের ডিসেম্বর থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
ওয়াল স্ট্রিট জার্নারকে ক্যালডওয়েল বলেন, আমরা যদি প্রয়োজন মতো প্রশিক্ষক না পাই তবে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হবে’।
আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব নিতে সেনা ও পুলিশ বাহিনীর অতিরিক্ত এক লাখ ৩৩ হাজার সদস্য প্রয়োজন।
বর্তমানে আফগান নিরাপত্তা বাহিনীতে ২ লাখ ৫৬ হাজার সদস্য কর্মরত আছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০