তেহরান: ইরানে সোমবার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে হতাহত কিংবা ধ্বংসযজ্ঞের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, দ্য তেহরান ইউনিভার্সিটি ভূতত্ত্ব বিভাগের মতে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রে ভূতত্ত্ব জরিপ কেন্দ্র ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ বলে জানায়।
ইরানের সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে কোনার তাখত শহরে স্থানীয় সময় দুপুরে ২টা ৫২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
বাংলাদেশ সময় ১৮২০ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০