মস্কো: মহাকাশে এবার হোটেল স্থাপিত হতে যাচ্ছে। সেটা ভাড়াও পাওয়া যাবে।
অরবিটাল টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের প থেকে জানানো হয়, ২০১৬ সাল নাগাদ মহাকাশ পর্যটকদের এই ‘আরামদায়ক’ আবাসস্থলের ব্যবস্থা করা হবে।
মস্কোভিত্তিক ওই প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মহাকাশের খাবার তৈরির জন্য সেলিব্রেটি বাবুর্চি নিয়োগ করা হবে।
সোয়ুয শাটল পরিবহনের মাধ্যমে অতিথিদের ফেরি করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে যাওয়া হবে, যেভাবে নভোচারীদের নিয়ে যাওয়া হয়।
তবে অরবিটাল-এর প্রধান নির্বাহী সের্গেই কসতেনকো বলেন, আইএসএস-এর চেয়ে এটা বেশি আরামপ্রদ হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পিত আবাসস্থলের ভেতরটা আপনাকে আইএসএস-এর কথা মনে করতে দেবে না। এই হোটেলটি ভেতর থেকেই অত্যন্ত আরামদায়ক। এটার বিরাট বিরাট জানালা থেকে পৃথিবী দেখা সম্ভব হবে। ’
কসতেনকো বলেন, ‘ধনী ব্যক্তি ও বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের প্রতি ল্য রেখে এই ব্যবস্থা করা হয়েছে। ’
নির্মিতব্য হোটেলে প্রথমবারের মতো চারটি কেবিন থাকবে। হোটেলটির মোট আয়তন হবে ২০ ঘন মিটার, সেখানে সাতজনেরও বেশি যাত্রী থাকতে পারবেন এমন ব্যবস্থা করা হচ্ছে।
কসতেনকো অবশ্য হোটেল থাকা-খাওয়ার খরচাদি সম্পর্কে কিছুই জানাননি।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০