সিডনি: আকস্মিক এক সফরে আফগানিস্তানে পৌঁছেছেন অস্টেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। এসময় তিনি আন্তর্জাতিক বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করাসহ মার্কিন নেতৃত্বাধীন অভিযানে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন।
সফরকালে তিনি আফগানিস্তানের তারিন কোয়াটের উরুজগান ঘাঁটিতে অস্ট্রেলিয়ার সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্থানীয় কমান্ডোদের সঙ্গে দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
আলোচনা শেষে তিনি সেনাদের সঙ্গে আহার করেন এবং ফুটবল ম্যাচ উপভোগ করেন। একইসঙ্গে নিহত ২১ জন অস্ট্রেলীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সংঘাতপূর্ণ এলাকার অগ্রগতি বিষয়ে দেশটিতে আন্তর্জাতিক বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউসের সঙ্গে আলোচনার জন্য গিলার্ড কাবুল যান। এরপর তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এসময় আফগানিস্তানের সরকার, নিরাপত্তা ও প্রশাসনিক উন্নয়নে কাজ করে যাওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার আগ্রহের কথা জানান গিলার্ড।
আফগানিস্তানে বর্তমানে ১ হাজার ৫৫০ অস্ট্রেলীয় সেনা মোতায়েন আছেন। এদের অধিকাংশই দেশটির উরুজগানে আফগান সেনাদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত। সেনাদের আগামী দুই থেকে চার বছরের মধ্যে দেশটিতে থেকে প্রত্যাহার করা হবে বলে অস্ট্রেলিয়া জানায়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২:৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০