ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অধূমপায়ীদের নির্বাচনে প্রার্থী করবে মালয়শিয়ার ইসলামিক দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
অধূমপায়ীদের নির্বাচনে প্রার্থী করবে মালয়শিয়ার ইসলামিক দল

কুয়ালালামপুর: ইসলামী মূল্যবোধ, ভালো চরিত্রের অধিকারী এবং অবশ্যই অধূমপায়ী ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী করবে মালয়শিয়ার ইসলামিক রক্ষণশীল দল।

রক্ষনশীল দলের ধর্মীয় নেতা নিক আব্দুল আজিজ নিক  মাতের উদ্ধৃতি দিয়ে রোববার টাইম’স পত্রিকায় বলা হয়, ‘ আমি শুরু থেকেই ধূমপায়ীদের বাদ দিতে চাই।

এরা শুধু নিজেদের শরীরের ক্ষতিই করে না, অর্থও নষ্ট করে’।

আজিজ গণমাধ্যমে আরও বলেন , প্রার্থীকে নিয়মিত প্রার্থণা করতে হবে এবং জুয়া খেলতে পারবে না।

নির্বাচনের দিন এখনো ঠিক হয়নি। তবে নিবার্চন সামনে রেখে রক্ষনশীল দল প্রার্থী নির্বাচন করছে।

এরআগে আজিজ বলেন, কয়েকজন ইসলাম ধর্ম বিশেষজ্ঞকে ধূমপান করার জন্য প্রার্থীতা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০০৭ সালে দলটি ঘোষণা দিয়েছিল জাতীয় নির্বাচনে শুধু মাত্র অধূমপায়ীদেরই প্রার্থীতা দেওয়া হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।