ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের নতুন সুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
লাদেনের নতুন সুর

কায়রো: আল-কায়েদা নেতা ওসাবা বিন লাদেন নতুন সুরে কথা বলছেন। তিনি পাকিস্তানের বন্যা দুর্গতের সাহায্যের মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে জলবায়ু পরিবর্তন বিষয়েও তার উদ্বিগ্ন কন্ঠ শোনা গেছে।

একসপ্তাহের ও কম সময়ে প্রকাশিত দুটি অডিও বার্তায় লাদেনের এ সুর ধ্বনিত হয়েছে।

লাদেনের আগের বার্তাগুলোর তুলনায় এবারের বার্তা একেবারেই ভিন্ন প্রকৃতির এবং অনেক কম আগ্রাসী। তবে পাকিস্তানের বন্যা মোকাবেলায় ব্যর্থ সরকারের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করে তুলার আহবান রয়েছে তার এ বার্তায়।

লাদেনের এ বার্তা এমন সময় প্রকাশিত হলো যখন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে তার জড়িত থাকার কথা উঠেছে। গোয়েন্দাদের নজরদারিতে ওই হামলার পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
 
তবে বিশেষজ্ঞদের মতে, দুর্গত জনগণকে প্রভাবিত করতে এবং তার সন্ত্রাসী নেটওয়ার্কের প্রতি সমর্থন ও সহানুভূতি বাড়ানোর কৌশল হিসেবে লাদেন তার সুর পাল্টিয়েছেন।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের মাঝামাঝি পাহাড়ি এলাকায় আত্মগোপন করে থাকা লাদেন ভয়াবহ বন্যায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান সরকারসহ মুসলিম বিশ্বকে দায়ী করেন। তবে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য তিনি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের প্রশংসা করেন।

জঙ্গিদের এক ওয়েবসাইটে প্রকাশিত তার দ্বিতীয় বার্তায় তিনি বলেন, ‘শুরুতেই এ বিষয়ে আরও তৎপর হওয়া উচিত ছিলো। ’

‘আপনার পাকিস্তানী ভাইদের সাহায্য করুন’ নামের ১৩ মিনিট ৯ সেকেন্ডর এ অডিও টেপটি শনিবার প্রকাশ করে।

এছাড়া শুক্রবার প্রকাশিত প্রথম বার্তায়ও লাদেন মুসলিম দেশগুলোকে বন্যার হাত থেকে রক্ষা করতে ত্রাণ তহবিল গঠনসহ দরিদ্র এলাকার জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ ও খাদ্য নিরাপত্তার জন্য কৃষি উন্নয়নের ওপর জোর দিয়েছেন। একইসঙ্গে বন্যা দুর্গতদের দুর্দশার চিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে ব্যর্থ হওয়ায় সাংবাদিকদের সমালোচনা করেন।

তাৎক্ষণিকভাবে অডিওর কন্ঠস্বরটি সঙ্গে লাদেনের আগের বার্তাগুলোর কন্ঠের মিল পাওয়া গেছে।

মূলত সময়মতো ত্রাণ না পেয়ে হতাশ পাকিস্তানের বন্যা দুর্গতদের প্রভাবিত করে তাদের সমর্থন পাওয়ার জন্য জঙ্গি দলটির এসব কোনো  কৌশল বলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানী কর্মকর্তারা প্রায়ই আশঙ্কা প্রকাশ করেন।  

বিন লাদেনের শুক্রবার প্রকাশিত বার্তার বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘যারা সারা বিশ্ব থেকে নিজেদের লুকিয়ে রাখছে তাদের কাছ থেকে ত্রাণ সাহায্য নিতে পাকিস্তানীরা স্বস্তি বোধ করবে বলে আমি মনে করি না। ’

এদিকে ইউরোপের বেশ কয়েকটি শহরসহ মার্কিন যুক্তরাষ্ট্রে একযোগে হামলার পরিকল্পনার সঙ্গে আল-কায়েদা নেতা ওসামা বিন জড়িত থাকার তথ্য প্রকাশিত হয়। এটা সত্যি হলে তা টুইন টাওয়ারে ৯/১১’র হামলার থেকেও আরও ভয়াবহ হতো ।

মূলত তাদের প্রথাগত সন্ত্রাসী হামলা ও চরমপন্থী মনোভাবের প্রতি জনগণের সমর্থন বাড়াতে লাদেন তার অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছেন বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষজ্ঞ ব্রুস হফম্যান জানান, ইউরোপের সন্ত্রাসী হামলার সঙ্গে লাদেনের জড়িত থাকার বিষয়টি প্রকাশিত হওয়ার পর সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসার বিষয়টিকে লাদেন নিজের প্রচারের একটি সুযোগ হিসেবে নিয়ে থাকেত পারেন ।

পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য আবেদন করা ত্রাণ সাহায্যের ৮০ কোটি ডলারের ৩৫ কোটি ডলারই যুক্তরাষ্ট্রের তরফ থেকে এসেছে। এছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ত্রাণ দেওয়াসহ ত্রাণ সাহায্যেরও আবেদন জানায়।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।