শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করতে এবং সংঘর্ষ এড়াতে রোববার কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও বারামুলা জেলায় কারফিউ জারি করা হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী নেতা সায়েদ আলী গিলানি চার মাস ধরে কাশ্মীর মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। রোববার তিনি সমর্থকদের উত্তর কাশ্মিরের বারামুলা অভিমুখে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য ১১ জুনের পর থেকে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০