ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কার বহরে হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
পাকিস্তানে ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কার বহরে হামলা, নিহত ১২

ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার ন্যাটোর রসদবাহী ট্রাক ও তেলবাহী ট্যাঙ্কবহরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলা ও অগ্নিসংযোগে ১২ জন নিহত হয়েছেন। খবর সিনহুয়া`র।



ইসলামাবাদ পুলিশের জরুরি কর্মকর্তা মোহাম্মদ আহাদ জানান, তালিবান বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত এক লাখ ৫২ হাজার সেনা সদস্যের রসদ নিয়ে ট্রাক ও ট্যাঙ্ক রাওয়ালপিণ্ডি হয়ে আফগানিস্তান যাচ্ছিল। ইসলামাবাদ ছাড়ার পরপরই অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা বন্দুক নিয়ে অতর্কিতে হামলা চালায় বহরে।

তিনি আরও জানান, হামলার শিকার হওয়া ন্যাটো বহরে ২০টি তেলবোঝাই ট্যাঙ্কার ছিলো। নিহত ও আহতরা মূলত চালক ও তাদের হেলপার। তারা প্রায় সবাই বুলেটবিদ্ধ হয়েছেন।

টেলিভিশন চিত্রে দেখা যায়, হামলার শিকার ট্রাক ও ট্রাঙ্কার জ্বলছে। কোথাও কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে।

হামলার পর পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এ রিপোর্ট লেখার সময়ে দমকল বাহিনী ট্যাঙ্কার বহরের আগুন নেভানোর চেষ্টা করছিল।

প্রসঙ্গত, গত শুক্রবারও ন্যাটোর এক সাপ্লাই বহরে হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।