ব্যাংক: রাশিয়ার অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ী ‘মৃত্যুর সওদাগর’ বলে খ্যাত ভিক্তর বাউত সোমবার থাইল্যান্ডের একটি আদালতে হাজির হয়েছেন। যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া সংক্রান্ত একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়।
বাউতকে একদল পুলিশ কমান্ডোর প্রহরায় ব্যাংকক জেল থেকে থাইল্যান্ডের ফৌজদারী আদালতে শুনানির জন্য নেওয়া হয়। এরপর সন্ত্রাসবাদের অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আইনী জটিলতা দূর হবে।
যুক্তরাষ্ট্রে বাউত স্বচ্ছ বিচার পাবেন কিনা এমন প্রশ্নের আদালতে সাংবাদিকদের বলেন, ‘না, অবশ্যই না। ’ তিনি সাবেক সোভিয়েত বিমানবাহিনীর পাইলটের দায়িত্ব পালন করেন।
থাইল্যান্ডের আপিল আদালতের আদেশে গত আগস্টেই বাউতকে যুক্তরাষ্ট্রে পাঠানো কথা ছিলো। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে থাইল্যান্ডের নাজুক অবস্থানের কারণে শেষ মুহূর্তে তা আটকে যায়।
চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বাউতের বিরুদ্ধে নতুন করে মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগ আনে। এ থেকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়। তবে থাইল্যান্ড থেকে বহিষ্কারের আগে মামলাগুলোর মীমাংসা করতে হবে।
গত বছর এ নিয়ে থাই প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জজিভা বলেন, ‘আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার মতা নির্বাহী বিভাগের রয়েছে। তবে আমি আদালতের রায়ের জন্যই অপো করব। ’
বাউতের অনুপ্রেরণায় হলিউডে লর্ড অব ওয়ার নামের একটি চলচ্চিত্র তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা নিকোলাস কেইজ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০