ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কবহরে হামলায় তালেবানের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
ন্যাটোর তেলবাহী ট্যাঙ্কবহরে হামলায় তালেবানের দায় স্বীকার

ইসলামাবাদ: ন্যাটোর রসদবাহী ট্রাক ও তেলবাহী ট্যাঙ্কবহরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিণ্ডিতে সোমবার সকালে এ হামলা চালানো হয়।

বার্তাসংস্থা সিনহুয়া এ তথ্য প্রকাশ করেছে।

বন্দুকধারীদের গুলি ও অগ্নিসংযোগে কমপক্ষে ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদসংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়, ইসলামাবাদ ছাড়ার পরপরই রাওয়ালপিণ্ডির কাছে জঙ্গিরা মোটরসাইকেল যোগে বন্দুক দিয়ে অতর্কিতে ন্যাটোবহরে হামলা চালায় ।

হামলার শিকার হওয়া ন্যাটোবহরে ২০টি তেলবোঝাই ট্যাঙ্ক ছিলো। হতাহতেরা মূলত চালকচালক ও হেলপার। তারা প্রায় সবাই গুলিবিদ্ধ হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার আফগান সীমান্তের কাছে পাকিস্তানে ন্যাটোর বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হামলার দায় স্বীকার করে ন্যাটো বাহিনীকে পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ না চালানোর সতর্ক করে দিয়েছে তালেবান।

উল্লেখ্য, গত শুক্রবারও ন্যাটোর এক ত্রাণ সরবরাহকারী বহরে হামলার ঘটনা ঘটে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।