নিউইয়র্ক: এইচআইভি মোকাবিলায় তহবিল গঠনের উদ্দেশ্যে সাত লাখ লোক স্বাক্ষরিত একটি ফাইল জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে সোমবার তুলে দেওয়ার কথা রয়েছে। বর্ন এইচআইভি ফ্রি নামের একটি সংস্থা এ জানিয়েছে।
একটি বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালের মধ্যে মায়ের কাছ থেকে সন্তানের দেহে এইচআইভি ছড়িয়ে পড়ার ঝুঁকি নির্মূল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রয়োজনীয় তহবিল সরবরাহের আহ্বান জানানো হয়েছে। বর্ন এইচআইভি ফ্রি সংস্থাটির প্রতি ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্র“নির সমর্থন রয়েছে।
ক্যাম্পেইনের তথ্য মতে, ২০০৯ সালে এইচআইভি আক্রান্ত ৫৩ শতাংশ অন্তঃসত্ত্বা নারীকে অ্যান্টিরিট্রোভাইরাল ওষুধ দেওয়া হয়েছে। অন্তঃসত্ত্বা, শিশুজন্ম ও স্তন্যপানের সময়ে এইচআইভি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এই ওষুধ দেওয়া হয়।
মঙ্গলবার নিউইয়র্কে বান কি মুনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে দাতা দেশগুলো এই উদ্দেশ্যে তহবিলের ঘোষণা দেবে। আশা করা হচ্ছে, দুই হাজার কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি আসতে পারে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০