লন্ডন: রবার্ট এডওয়ার্ডস মহান বিজ্ঞানীদের একজন বলে মন্তব্য করেছেন তারই একজন সহকর্মী।
টেস্টটিউব বেবির জনক রবার্ট এডওয়ার্ডস নোবেল পুরস্কার পাওয়ায় তাঁর একজন সহকর্মী বলেন, তার কাজের ফলে লাখ লাখ মানুষের জীবন রা পেয়েছে।
কেমব্রিজের কাছে আইভিএফ-এর চিকিৎসা প্রতিষ্ঠান বোর্ন হলের প্রধান নির্বানী মাইক ম্যাকনামি বলেন, ‘বব এডওয়ার্ডস মহান বিজ্ঞানীদের একজন। ’ বোর্ন হল প্রতিষ্ঠা করেন রবার্ট এডওয়ার্ডস।
৮৫ বছর বয়সী প্রফেসর এডওয়ার্ডস ও প্রসূতিবিদ্যার সার্জন প্যাট্রিক স্টেপটো যৌথভাবে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) প্রযুক্তির উন্নয়ন করেছেন। এতে ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত হয়। পরে জরায়ুর ভিতরে এটি স্থাপন করা হয়।
ব্রিটিশ এই দুই কিংবদন্তী ১৯৭৮ সালে সর্বপ্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউনের জন্মদান সম্ভব করেন।
তিনি বলেন, ‘ষাটের দশকের প্রথম দিকে তাঁর প্রেরণামূলক কাজ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর ফলে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জীবন উন্নত হয়। এডওয়ার্ডসকে প্রত্যেকেই অত্যন্ত পছন্দ করে। আমি নিজেও তার শিষ্য, সহকর্মী ও বন্ধু হওয়ায় অত্যন্ত খুশি। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০