ওয়াশিংটন: এ মুহূর্তে আফগানিস্তান ও পাকিস্তান নীতিতে কোনো পরিবর্তন দরকার নেই বলে সোমবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এদিকে, তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী অভিযান জোরদার করেছে।
দেশ দু’টিতে চলমান লড়াইয়ের ওপর সাম্প্রতিক প্রতিবেদনে ওবামা লেখেন, ‘ডিসেম্বরে প্রণীত নীতি বাস্তবায়নের উদ্দেশে আমরা কাজ করে যাচ্ছি। এ মুহূর্তে আর কোনো সমন্বয়নের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ’
তিনি আরও বলেন, ‘এ নীতির সফল প্রয়োগের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের স্বার্থের বাস্তবায়ন করতে চাই। ’
ডিসেম্বরে নীতিটির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শেষে ওবামা আফগানিস্তানে আরও ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন। একইসঙ্গে ২০১১ সালের জুলাইয়ের মধ্যে কিছু সেনা প্রত্যাহার শুরু হতে পারে।
এ নীতির অংশ হিসেবে দক্ষিণ ও পূর্বের বড় শহরগুলো থেকে তালিবান জঙ্গিদের সরানোসহ ২০১১ সালের জুলাইয়ের মধ্যে মার্কিন বাহিনী প্রত্যাহারের জন্য আফগান সরকারের নিরাপত্তা বাহিনী তৈরি করা হবে।
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর অভিযানে অগ্রগতি হচ্ছে বলে মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট গিবস এবং উচ্চপদস্থ কমান্ডাররা জানান।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী আইনবর্জিত এলাকায় মার্কিন কার্যক্রম বাড়ানোর প্রমাণ হিসেবে ওবামা এ প্রতিবেদন প্রকাশ করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০