ব্রাসেলস: এশিয়ার দুই অর্থনৈতিক পরাশক্তি চীন ও জাপানের নেতারা উভয় দেশের সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছেন। সোমবার এশিয়া-ইউরোপ সম্মেলনের পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ও চীনের প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাও এ সম্মতি দেন।
জাপানের জনসম্পর্ক বিষয়ক উপমন্ত্রী নোরিউকি শিকাতা বলেন, ‘রাতের খাবারের পর দুই নেতা সাাৎ করেন। ’ তবে চীনের দিক থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এশিয়া-ইউরোপ সম্মেলনে ৪৬টি রাষ্ট্র একত্রিত হচ্ছে। চীন-জাপানের বিতর্কিত ইস্যুগুলো নিয়ে কান ও জিয়াবাও ব্রাসেলসে বৈঠকে বসতে পারেন।
গত সেপ্টেম্বরের ৮ তারিখে পূর্বচীন সাগরের বির্তকিত জলসীমা থেকে চীনের মাছ ধরার ট্রলারের নাবিককে আটক করে জাপান। চীন বার বার উচ্চ পর্যায় থেকে জাপানের প্রতি আহ্বান জানায় আটক নাবিককে মুক্ত করে দেশে ফেরত পাঠাতে। জাপান অসম্মতি জানালে এশিয়ার দুই শত্তিশালী অর্থনীতির দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। পরে অবশ্য জাপান ওই নাবিককে ছেড়ে দেয়।
জাপানের কিওদো বার্তাসংস্থার কাছে নোরিউকি বলেন, দুই নেতারা নিয়মিতভাবে দ্বিপক্ষীয় আলোচনা চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০