ওয়াশিংটন: যুদ্ধের পথ থেকে সরিয়ে আনার তাগিদ নিয়ে তালেবান জঙ্গিদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে আফগান সরকার। প্রেসিডেন্ট হামিদ কারজাই আলোচনার মধ্য দিয়ে দেশটিতে চলমান যুদ্ধ শেষ করতে চান।
পাকিস্তান ভিত্তিক আফগান-তালেবান দল, কুয়েটার শুরা প্রতিনিধি ও তালেবান নেতা মোহাম্মদ ওমরের মধ্যে এ আলোচনা হচ্ছে। অজ্ঞাত পরিচয় আফগান ও আরব সূত্রের বরাত দিয়ে পোস্ট এ তথ্য জানায়।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পোস্ট উল্লেখ করেছে, ‘তালেবান জঙ্গিরা আন্তরিকতার সঙ্গে এ সমস্যার সমাধানের চেষ্টা করছে। ’
তবে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ না করলে কোনো ধরনের শান্তি আলোচনা সম্ভব নয় বলে ওমরসহ সীমান্তের উভয় দিকের তালেবান নেতারা দীর্ঘ দিন ধরে দাবি করে আসছে।
চলমান আলোচনায় আফগান সরকারে তালেবান নেতাদের পদ দেওয়া ও দেশ থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের সম্মতি দেওয়ার মত বিষয় জড়িত বলে সংবাদপত্রটি জানায়।
তালেবান জঙ্গিদের অবস্থান অনুযায়ী দলটি আফগান সরকার ও বিদেশি বাহিনীকে লড়াই বন্ধের প্রস্তাব দিতে পারে বলে গত সপ্তাহে মার্কিন জেনারেল ও আফগানিস্তানে ন্যাটো বাহিনীর কমান্ডর ডেভিড পেট্রাউস জানান।
মধ্য সারির তালেবান জঙ্গি ও তৃণমূল পর্যায়ের যোদ্ধাদের আফগান সমাজে ফিরিয়ে আনা বিষয়ক কর্মসূচির উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সারা দেশের ছোট ছোট দল থেকে এরইমধ্যে এ ধরনের প্রায় ২০টি প্রস্তাব এসেছে। ’
তবে তালেবান নেতাদের সঙ্গে কারজাইয়ের আলোচনার বিষয়টিতে ন্যাটো সমর্থন জানানোসহ কিছু ক্ষেত্রে তাদের সাহায্য করছে বলে জানান তিনি।
বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রেসিডেন্ট কারজাই এর অবস্থান পরিষ্কার এবং এ পরিস্থিতিতে আমরা সরকারকে সমর্থন দেওয়াসহ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছি। ’
তবে পেট্রাউসের এ মন্তব্যকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে তা বাতিল করে দেন এক তালেবান মুখপাত্র। একইসঙ্গে জঙ্গিদের বিদেশি হামলাকারী বা তাদের পুতুল সরকারের সঙ্গে আলোচনার বিষয়টিও নাকচ করে দেন তিনি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১:১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০