কলকাতা: রাজনৈতিক পরিবর্তন হওয়া উচিৎ যুক্তির ভিত্তিতে। এ মন্তব্য করেছেন অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেন।
উল্লেখ্য, বতর্মান বামপন্থী সিপিএম সরকারকে হটিয়ে আগামীতে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আরোহনের সম্ভাবনা রয়েছে।
বুধবার কলকাতার সল্টলেকে প্রতীচী ট্রাস্ট ও ইউনিসেফ আয়োজিত শিক্ষকদের এক কর্মশালায় তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তন সব সময় স্বাগত। তবে পরিবর্তন যৌক্তিক না এলে তা সমাজের পক্ষে সুখকর হয় না। বরং ইতিহাসে দেখা গেছে এই ধরনের পরিবর্তন সমাজের অগ্রগতিকে ব্যাহত করেছে। ’
রাজ্যের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের একটা অংশ এই পরিবর্তনের ব্যাপারে খোলাখুলি মন্তব্য করে এলেও অমর্ত্য সেন এতদিন কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। এই প্রথম তিনি প্রকাশ্যে রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে তার অভিমত ব্যক্ত করলেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০