ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর নারী মিশেল ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর নারী মিশেল ওবামা

ওয়াশিংটন: রাষ্ট্রপ্রধান, জনপ্রিয় তারকা, শিল্পী, ব্যবসায়ী ও নির্বাহী কর্মকর্তাদের পেছনে ফেলে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা।

মিশেল ওবামার এ সাফল্যের স্বীকৃতি হিসেবে ম্যাগাজিনটি উল্লেখ করেছে, ‘মিশেল নতুন প্রজন্মের নারীদের আদর্শ হয়ে উঠেছেন।



ফোর্বস ওমেন এর ভাইস চেয়ারম্যান এবং প্রকাশক মোয়রা ফোর্বস বলেন, ‘আমাদের তালিকাভুক্ত নারীরা তাদের ক্ষমতা ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সারা বিশ্বে অর্থপূর্ণ পরিবর্তন ঘটিয়ে চলেছেন। ’

তিনি আরও বলেন, ‘গতানুগতিক ধারা থেকে বের হয়ে তারা প্রতিষ্ঠান ও  ব্র্যান্ড প্রতিষ্ঠা করছেন এবং একইসঙ্গে ব্যবসা, রাজনীতি, খেলাধুলা, গণমাধ্যম ও সংস্কৃতির ক্ষেত্রে জেন্ডারের বাধা দূর করতে সাহায্য করছেন। এর মধ্য দিয়ে লাখ লাখ এমনকি অধিকাংশ সময়ই কোটি কোটি মানুষকে প্রভাবিত করছেন তারা। ’

ম্যাগাজিনের বার্ষিক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রাফট ফুডসের প্রধান ইরেন রোজেনফেল্ড।

গণমাধ্যম সম্রাজ্ঞী অপরা উইনফ্রে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ক্রমান্বয়ে পরবর্তী স্থানগুলো দখল করেছেন।

দশজনের তালিকায় আরও আছেন গায়িকা লেডি গাগা এবং বিয়ন্সে নোলেস। তবে রানী দ্বিতীয় এলিজাবেথ তালিকার ৪১ নাম্বারে আছেন।

১০ জন ক্ষমতাধর নারীর তালিকায় তিন প্রধান নারী নির্বাহী কর্মকর্তা আছেন। এছাড়াও এ তালিকায় আরও আছেন পেপসি কোম্পানির প্রধান ইনদ্রা নোয়ি এবং অস্ট্রেলিয়ার ব্যাংক ওয়েস্টপ্যাকের প্রধান নির্বাহী গেইল কেলি।

তালিকার দশ নাম্বারে আছেন টক শো উপস্থাপক এলেন ডেজেনেরেস।

ফোর্বস তালিকা তৈরির ক্ষেত্রে মূলত গতানুগতিক পদবী ও কার্যবলীর পরিবর্তে সৃষ্টিশীল কাজ ও সাংগঠনিক করার ক্ষমতার উপর এ বছর বেশি গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২:৩৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।