ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে সরকার। একজন কর্মকর্তা জানান বৈধ কাগজপত্র না থাকায় তাদের বহিষ্করের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভ্যন্তরিন নিরাপত্তামন্ত্রী জানেট নাপোলিতানো ও ইমিগ্রেশন এবং কাস্টমস্ এনফোর্সমেন্ট (আইসিই) এর সহকারি মন্ত্রী জন মর্টন বলেন, আইসিই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ লাখ ৯২ হাজার অভিবাসীকে বহিস্কার করেছে। এর মধ্যে প্রায় অর্ধেক ১ লাখ ৯৫ হাজার জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।
নাপোলিতানো বলেন, অপরাধীদের ৭০ শতাংশ অপরাধ সাবেক বুশ প্রশাসনের সময় সংঘটিত হয়েছিল।
তিনি বলেন, অভিবাসন আইন আরও আধুনিক ও কার্যকর করতে, জনগণের সম্পদ এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য ওবামা প্রশাসন উদ্যোগ নিয়েছে। চাকরি দাতাকে জবাবদিহি করার বিধান রাখা হয়েছে নতুন নিয়মে। আইসিই সেইসব চাকরিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যারা কাজ দিয়ে অবৈধ অভিবাসীদের সহায়তা করেছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০