বুসান: দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে এশিয়ার সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে হলিউড, বলিউড ও চীনের তারকা অভিনেতা ও নির্মাতারা বৃহস্পতিবার দুপুরেই জড়ো হচ্ছেন।
বুসানের মনোরম হায়েউনদায়ে সমুদ্র সৈকতে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।
দণি কোরিয়ার হার্টথ্রব ওন বিন, মার্কিন অভিনেতা উইলেম ডিফো, বলিউডের ঐশ্বরিয়া রাই, অস্কার জয়ী মার্কিন পরিচালক অলিভার স্টোন ও ফরাসী অভিনেত্রী জুলিয়েট বিনোশে এতে উপস্থিত থাকবেন বলে সংগঠকরা জানিয়েছেন।
উৎসবের নির্বাহী কর্মকর্তা কিম জি-সেওক বলেন, ‘প্রতি বছর চীনের সিনেমাগুলোয় উৎসবের বড় অংশ জুড়ে থাকে। ’
চলতি বছর চীনের পরিচালক ঝাং ইমোউ-এর ‘আন্ডার দ্য হথোর্ন ট্রি’। ছবির প্রেমের গল্পটি কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লবের পটভূমি নিয়ে।
কিম বলেন, ‘আমার মনে হয়, এশীয় চলচ্চিত্র শিল্পের বিকাশে চীনের ছবির ও এশীয় জাতিগুলোর যৌথ প্রযোজিত ছবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ’
উৎসবের পর্দা পড়বে আগামী ১৫ অক্টোবর। শেষ দিনে দেখানো হবে ‘ক্যামেলিয়া’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন থাইল্যান্ডের উইসিত সাসানাতিয়েং, জাপানের ইসাও ইউকিসাদা ও দণি কোরিয়ার জ্যাং জুন- হোয়ান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০