জোহানেসবার্গ: শান্তিতে নোবেল জয়ী ও দক্ষিণ আফ্রিকার বিবেক হিসেবে খ্যাত আর্চবিশপ ডেসমন্ড টুটু তার কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন। চলতি বছর তার ৭৯ বছর বয়স পূর্ণ হলো।
শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তার কণ্ঠস্বর সবসময়ই সোচ্চার ছিলো। আর্চবিশপ টুটু দক্ষিণ আফ্রিকার নৈতিক কম্পাস হিসেবে বিবেচিত। ১৯৭০-র দশবে তরুণ যাজক হিসেবে বর্ণবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত সমালোচনামুখর।
১৯৮০-র দশকের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকা সংখ্যালঘিষ্ঠ শ্বেতাঙ্গ শাসনের অধীনে থাকার সময় তিনি এর বিরুদ্ধে বিভিন্ন শহরতলীতে প্রচারণা চালিয়েছেন। একটি ঘটনায়, একদল জনতা একজন সন্দেহভাজন পুলিশকে বিনাবিচারে মেরে ফেলতে উদ্যত হলে তিনি সেই ভীড়ের মধ্যে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পরে ১৯৮৬ সালে তিনি কেপটাউনে এসে আর্চবিশপ হন। এর প্রায় এক দশক পর তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কমিশনের কাজ ছিলো বর্ণবাদী যুগের অপরাধ তদন্ত করা।
মেধাবি তরুণদের মেধা বিকাশের লক্ষ্যে তিনি সরে যাচ্ছে বলে জোর দিয়ে জানিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার জোর গর্বের প্রতীক।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০