ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ওয়াগনার বাহিনীর অস্তিত্ব নেই: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জুলাই ১৪, ২০২৩
ওয়াগনার বাহিনীর অস্তিত্ব নেই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার বাহিনীর কোনো অস্তিত্ব নেই।

গত মাসে ওয়াগনার বাহিনীর বিদ্রোহ এবং নানা ঘটনার পর তিনি এ বক্তব্য দিলেন।

বৃহস্পতিবার রাতে পুতিন কোমানারস্যান্ট নামে এক সংবাদপত্রকে বলেন, দেশে বেসরকারি সামরিক সংস্থার কোনো আইন নেই। স্পষ্টতই এর (ওয়াগনার গ্রুপ) কোনো অস্তিত্ব নেই।

বিদ্রোহের ছয় দিন পর ২৯ জুন পুতিনের সঙ্গে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ মোট ৩৫ জন কমান্ডার সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের ঘটনা তুলে ধরেন তিনি।

পুতিন সেদিন বলেছিলেন, তারা এক জায়গায় হয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তাদের জন্য কোনোকিছুই পরিবর্তন হবে না। একই ব্যক্তি তাদের নেতৃত্ব দেবেন।

যখন পুতিন এসব কথা বলছিলেন, তখন অনেকেই মাথা নাড়ছিলেন। কিন্তু ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন এই ধারণাটি প্রত্যাখ্যান করেন এবং জবাবে বলেন, সৈন্যরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবে না।

পুতিন বলেন, এটি ছিল বেশ কয়েকটি কর্মসংস্থানের একটি বিকল্প, যা বৈঠকে উত্থাপন করা হয়েছিল।

বাংলাদেশ সময়:১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।