ভারতের মণিপুরে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানো সেই দুই নারীর একজনের মা রাজ্যটিতে চলমান সহিংসতায় সরকারকে দায়ী করেছেন। তার অভিযোগ, মণিপুর সরকার সহিংসতা বন্ধ করতে বা মানুষকে সুরক্ষা দিতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।
শনিবার (২২ জুলাই) ওই নারীর মায়ের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সাক্ষাৎকারে ওই নারীর মা বলেন, আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করার আগে তার বাবা ও ছোট ভাইকে খুন করেছে উন্মত্ত জনতা।
গত ৩ মে থেকে শুরু হওয়া সহিংসতাকে নিয়ন্ত্রণ না করার জন্য তিনি মণিপুর সরকারকে দোষারোপ করেছেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুবই ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। তারা আমার স্বামী এবং ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি আমার মেয়ের সঙ্গেও এই অপমানজনক কাজ করেছে। চলমান সহিংসতা বন্ধে মণিপুর সরকার কিছুই করছে না।
তিনি বলেন, আমার ছোট ছেলেকে হারিয়েছি। সে ছিল আমার আশা-ভরসার জায়গা। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর ওকে ভালো জায়গায় পড়ানোর কথা ভেবেছিলাম। কষ্ট হলেও সেটা করতাম। আমার স্বামীকেও হারালাম। বড় ছেলের হাতে কোনো কাজ নেই। তাই পরিবারের কথা যখন ভাবি, আমি কোনো আশার আলো দেখি না। আমার আর কিচ্ছু নেই।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমার ঘর জ্বালিয়ে দিয়েছে। ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমি জানি না, আমার এবং আমার পরিবারের ভবিষ্যৎ কী। আমাদের গ্রামে ফেরার আর কোনো আশা নেই। ফেরার কথা আর চিন্তাও করি না।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআইএ