ভারতের মণিপুর রাজ্যে আরও দুই আদিবাসী নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। যদিও ঘটনাটি দুমাস আগের।
দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও যৌন নির্যাতনের পর বিবস্ত্র অবস্থায় ঘোরানোর ঘটনার পর দুই মাস আগের ঘটনাটি সামনে এসেছে। যে সময় ঘটনাটি ঘটে, সে সময় মণিপুরের স্থানীয় কুকি ও মাইতি সম্প্রদায়ের সহিংসতা চলছিল।
শনিবার (২২ জুলাই) এনডিটিভি বলেছে, ধর্ষণ ও হত্যার শিকার দুই আদিবাসী নারীর বয়স একজনের ২১ অন্যজনের ২৪। কুকি ও মাইতি সম্প্রদায়ের সহিংসতার সময় কয়েকজন ভুক্তভোগীদের বাড়িতে জোর করে প্রবেশ করে তাদের ধর্ষণ ও হত্যা করে। সম্পর্কে ওই দুই নারী বোন ছিলেন।
এ ঘটনায় তাদের বাবা থানায় প্রাথমিক অভিযোগ (এআর) দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
মণিপুরে দুই নারীকে দলবদ্ধ ধর্ষণ ও যৌন নির্যাতনের পর বিবস্ত্র অবস্থায় ঘোরানোর ঘটনায় পুরো ভারতে উত্তেজনা ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে মণিপুরে নারীরা। ধর্ষণের ঘটনায় কয়েকজন আটকও হয়েছেন। ঘটনায় প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব ছিলেন। পরে অবশ্য অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমজে