ঢাকা: গণতান্ত্রিক সংস্কারের ধারা অব্যাহত রাখলে মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক স্থাপন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা শনিবার সিংগাপুরে অনুষ্ঠিত এশিয়ার নিরাপত্তা শীর্ষ সম্মেলন বা সাংগ্রি-লা সংলাপে এ কথা বলেন।
প্যানেট্টা বলেন, সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর আরোপিত অনেক নিষেধাজ্ঞা শিথিল করেছে।
‘যদি তারা সংস্কার প্রক্রিয়া ভালভাবে বাস্তবায়ন করতে পারে এবং পরবর্তীতে শাসনতন্ত্র উন্মুক্ত করতে রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে পারে তাহলে আমি মনে করি, এর অবিচ্ছদ্য অংশ হিসেবে আমাদের সঙ্গে তাদের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হবে’- বলেন প্যানেট্টা।
প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা আরো জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র তার ৬০ শতাংশ নৌশক্তি এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করবে। এ পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন কর্তৃপক্ষ মিয়ানমারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের সেনা সমর্থিত সরকার রাজনৈতিক সংস্কার এবং গনতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সহকর্মী ও বহু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার পর দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ অনেকখানি শিথিল করা হয়েছে।
অবশ্য গত শুক্রবার নিজ দেশের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া নিয়ে নিজের সংশয়ের কথা বলেছেন সু চি। তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায়ই একমাত্র পারে বর্তমান রাজনৈতিক অগ্রগতি ধরে রাখতে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর