ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে নিরাপত্তা-বাজেট সহায়তা বন্ধ ঘোষণা ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
নাইজারে নিরাপত্তা-বাজেট সহায়তা বন্ধ ঘোষণা ইইউ’র

সেনাবাহিনী ক্ষমতা দখলে পর পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সব ধরনের নিরাপত্তা সহযোগিতা ও বাজেট সহায়তা বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে, নাইজারে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর আবদোরাহমানে চিয়ানি নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা করেছেন। আবদোরাহমানে চিয়ানি নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ওমর চিয়ানি নামেও পরিচিত।

নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়ার পর তিনি বলেন, নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক দুর্দশা ও দুর্নীতি তাকে ক্ষমতা দখল করতে বাধ্য করেছে।

তবে এই নতুন নেতা কোন দেশের মিত্রতা হবেন, তা নিয়ে এখন উদ্বেগে রয়েছে পশ্চিমারা। কারণ নাইজারের প্রতিবেশী বুরকিনা ফাসো ও মালি- উভয়েই নিজেদের অভ্যুত্থানের পর থেকে রাশিয়ার দিকে ঝুঁকেছে।

এমন পরিস্থিতিতে নাইজারে অভ্যুত্থান নেতাদের স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। তিনি বলেছেন, অভ্যুত্থানের কারণে নাইজারে নিরাপত্তা সহযোগিতা এবং বাজেট সহায়তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে।

ইইউয়ের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০২১-২০২৪ সালের মধ্যে নাইজারে সুশাসন, শিক্ষা এবং টেকসই প্রবৃদ্ধির উন্নতির জন্য তাদের বাজেট থেকে ৫৫ কোটি ৪০ লাখ ডলার অর্থ বরাদ্দ করা হয়েছে।

এছাড়া সাব-সাহারান আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের প্রবাহ রোধে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে নাইজার। সামরিক প্রশিক্ষণ মিশনের জন্য নাইজারে ইইউয়ের অল্প সংখ্যক সৈন্যও মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।