ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহারাণীর হীরকজয়ন্তীর মহাযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, জুন ২, ২০১২
মহারাণীর হীরকজয়ন্তীর মহাযজ্ঞ

ঢাকা: ব্রিটেনের রাণীর সিংহাসনে আরোহনের ৬০ বছরপুর্তিতে চোখ ধাঁধানো সাজে সেজেছে লন্ডন। এ হীরকজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে পর্যটক আকর্ষণের জন্য মনোরম সাজে সাজানো হয়েছে ব্রিটেনের পর্যটন এলাকাগুলোও।



রাণীর হীরকজয়ন্তী উৎসব পালনে ঐতিহ্যবাহী ব্রিটিশ রাজপরিবারের এসব অনুষ্ঠান যেমন ব্যয়বহুল তেমনি লাভজনকও। অর্থনৈতিক মন্দার কবলে দেশের মানুষ যখন হিমশিম খাচ্ছে সে সময়ে এমন অযাচিত আমোদ-উৎসব আর্থিক দুর্দশা কিঞ্চি‍ৎ বাড়াবে বৈকি।

তবে একই সঙ্গে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যটনখাত এবং নানা ধরনের স্মারক বিক্রি করে যে পরিমাণ আয় হবে তা কিন্তু উপেক্ষাযোগ্য নয়।

আসুন, রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংসাহনে আরোহনের হীরকজয়ন্তীর নানা আয়োজনের জন্য খরচাপাতি ও আয়ের কিছু অংশ জেনে নেওয়া যাক-  

হীরকজয়ন্তীর কল্যাণে এবার ব্রিটেন পর্যটন খাত থেকে এক হাজার ৫শ’ ৮০ কোটি ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে। ব্রিটেনের অর্থনীতিতে এটি বড় ধরনের অর্থযোগ। আর এবার অলিম্পিক গেমসের আয়োজন করায় রাজধানী লন্ডনে চলতি শতকে সবচে বেশি পর্যটক এসেছে বলে জানা গেছে।

তবে ব্যয়ের অঙ্কটাও মোটেই কম নয়। উপরন্তু ২ জুন থেকে শুরু চার দিনের স্পেশাল জুবিলি উইকেন্ডের কারণে উৎপাদন খাতে লোকসান হবে ১৯৮ কোটি ডলার। এছাড়া এই ছুটির দিনগুলো ব্রিটেনের খেটে খাওয়া মানুষেরা অতিরিক্ত খরচ করবে তার গড়ে একশ’ ৬২ দশমকি ০৫ ডলারের কম হবে না।

এদিন শোভাযাত্রার পরে রাণীকে যে বজরাটি উপহার দেওয়া হবে সেটির নির্মাণ খরচ আনুমানিক সাত লাখ ৮৯ হাজার ৫০ ডলার। সংসদ সদস্য ও আমন্ত্রিতদের সম্মানে ওয়েস্টমিনিস্টার হলে রঙ্গিন স্বচ্ছ কাচের জানালা লাগাতে খরচ হয়েছে এক লাখ ৫৫ হাজার। Econom

রাণীর হীরকজয়ন্তী স্মরণে জন ওয়াকার অ্যান্ড সনস কোম্পানির উৎপাদিত এক বোতল হুইস্কির দাম পড়বে ১৫ হাজার ৭শ’ ৮৭ ডলার। এ মদ রাণী এলিজাবেথ স্কলারশিপ ট্রাস্টে দেওয়া হবে।

ব্রিটিশ সেনা, পুলিশ, দমকল বাহিনীর কর্মী, প্যারামেডিকস এবং কারারক্ষী যারা ইতোমধ্যে পাঁচ বছর দেশের সেবা করেছেন তাদের রাণীর পক্ষ থেকে মেডেল দেওয়া হবে। তাতে খরচ পড়বে ১ কোটি ১০ লাখ ১ থেকে ১ কোটি ২০ লাখ ডলার।

দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পেছনে খরচ হবে ১৫ কোটি ৭০ লাখ ডলার।

আরো আছে-  পাঁচ পাউন্ডের একটি স্মারক মুদ্রা তৈরিতে খরচ ২০ দশমিক ৩৮ ডলার। ৪ জুন বাকিংহাম প্যালেসে বিবিসির জুবিলি কনসার্টের টিকিটের মূল্য ৭৪ ডলার। কনসার্টে গান করবেন পল ম্যাককার্টনি, এলটন জন এবং জেসি জে।

বাকিংহাম প্যালেস দর্শন করতে গুণতে হবে ২৯ ডলার। ব্রিটিশ স্ট্রিট পার্টির জন্য একেক জনকে আল্টিমেট স্ট্রিট পার্টি কিট কিনতে ব্যয় করতে হবে ৬৭ দশমিক ৯৩ ডলার। ২ জুন এপসোন ডার্বিতে রাণীর পাশে দাঁড়ানোর অনুমতি আদায় করতে লাগবে ১৫৫ ডলার।

দুই রাত এবং দু’জনের ডিনারের স্পেশাল জুবিলি উইকেন্ড প্যাকেজ পেতে চাইলে খরচ করতে হবে এক হাজার ৯শ’ ৪২ ডলার।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে আরো আকর্ষণীয় বস্তুটি হলো রাণীর পোশাকে এবং অলঙ্কারে খচিত হীরা। অমূল্য এই অলঙ্কারগুলো বাকিংহাম প্যালেসে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।