ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় নিহত ৩৫

পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজল (জেইউই-এফ) আয়োজিত এক সমাবেশে বোমা হামলা ঘটেছে। রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকের এ ঘটনায় নিহত হয়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান।

তিনিসহ হতাহত অন্তত ১১৪ জন।

জিও নিউজ ও ডনের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে জেইউই-এফ’র সমাবেশে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা এখন পর্যন্ত ৮০। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দেওয়া হয়েছে।

জেইউই-এফ’র জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ ন্যক্কারজনক এ হামলার নিন্দা জানিয়েছেন। জিও নিউজকে তিনি বলেছেন, সমাবেশে তারও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছেন হাফিজ।

তিনি অভিযোগ করেন, এর আগেও জেইউই-এফ’র নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তিনি জাতীয় সংসদেও আলোচনা করেছিলেন। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।