ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রায়ের পর কায়রোতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জুন ৩, ২০১২
রায়ের পর কায়রোতে বিক্ষোভ

ঢাকা: মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারির স্বতঃস্ফূর্ত জমায়েত সংঘটিত হয়। আদালতের রায়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড সত্ত্বেও অন্যান্য অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করে।



উল্লেখ্য, শনিবারেই মিশরের বিশেষ আদালত ২০১১ সালে দেশটিতে সংঘটিত গণঅভ্যুত্থানে ৮ শ বিক্ষোভকারিকে হত্যার দায়ে তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

মিশরের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবারের এ রায়ে মোবারককে সাহায্য করার দায়ে অভিযুক্ত বেশ কয়েকজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। এছাড়া দুর্নীতির দায়ে অভিযুক্ত মোবারকের দুই ছেলে আলা ও গামালকেও আদালত বেকসুর খালাস দেয়।

মোবারকে দুই ছেলেসহ অন্যান্যদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদেই মিশরের জনগণ তাহরির স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ প্রকাশ করে বলে জানিয়েছে সেখানকার সংবাদ মাধ্যম। পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী সেনা নেতৃত্বেরও তীব্র প্রতিবাদ জানায় তারা।

প্রসঙ্গত, হোসনি মোবারকের বিরুদ্ধে দেড় বছরব্যাপী সংঘটিত অভ্যুত্থান এই তাহরির স্কয়ারকে ঘিরেই আবর্তিত হয়।

শনিবারের রায়ের প্রতিবাদে মধ্য রাতের আগেই সেখানে প্রায় ৫ হাজার বিক্ষোভকারি জমায়েত হয়। এদের অনেকেই সারা রাত সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেয় বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। তবে বিক্ষোভকারিদের মাঝে ঐক্যমত্য পরিলক্ষিত হয়নি।

উল্লেখ্য, মিশরের রাজনৈতিক দলগুলির বেশ কয়েকজন নেতা তাহরির স্কয়ারের এই গণজমায়েত পরিদর্শনে আসেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘন্টা, জুন ০৩, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।