ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হাতে আঁকা টিনটিনের প্রচ্ছদ বিক্রি হল ১৬ লাখ ডলারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, জুন ৩, ২০১২
হাতে আঁকা টিনটিনের প্রচ্ছদ বিক্রি হল ১৬ লাখ ডলারে

ঢাকা : বিখ্যাত কমিক সিরিজ (হাস্যরসাত্মক ম্যাগাজিন) ‘টিনটিন’র হাতে আঁকা একটি বইয়ের প্রচ্ছদ রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। ১৯৩২ সালে বেলজিয়ামের চিত্রকর জর্জ রেমি ওরফে হার্জের আঁকা এই মলাটটি ১৬ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়।



ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত শনিবারের এক নিলামে এক ব্যক্তিগত সংগ্রাহক এটি কিনে নেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

এর মাধ্যমে টিনটিনের এই প্রচ্ছদটি নিজের রেকর্ড মূল্য নিজেই ভাঙল। এর আগে ২০০৮ সালে এটি প্রায় সাড়ে ৯ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

‘টিনটিন এখন আমেরিকায়’ সিরিজের এই প্রচ্ছদে ছবি আঁকার জন্য বিশেষ ধরনের ভারতীয় রং এবং জলরং ব্যবহার করেছেন চিত্রকর হার্জ।

হার্জের হাতে আঁকা টিনটিন সিরিজের মধ্যে মাত্র পাঁচটি এখনও টিকে আছে। এর মধ্যে দু’টি এখন ব্যক্তিগত সংগ্রহে আছে। টিনটিনের এই চিত্রকর ১৯৮৩ সালে মারা যান।

হাতে আঁকা এই প্রচ্ছদে দেখা যাচ্ছে, সিরিজের মূল চরিত্র টিনটিন রাখালের পোশাক পরে বসে আছে। সাথে আছে তার আদরের কুকুর স্নোয়ি। আর পেছন থেকে কুঠার হাতে আক্রমণরত আমেরিকান ইণ্ডিয়ান।

হাতে আঁকা এই কমিক বইটির বর্তমান মালিক নিজের পরিচয় গোপন রেখেছেন। এটি সংগ্রহ করার জন্য তার প্রতিনিধি হিসেবে দাইদিয়ার নামে তার এক বন্ধু নিলামে উপস্থিত ছিলেন।

দাইদিয়ার বলেন, ‘নিলামে রেকর্ড সৃষ্টির উদ্দেশ্যে নয় বরং অন্য কারও হাতে যাবার আগেই দুষ্প্রাপ্য এই বইটি সংগ্রহ করা ছিল আমাদের মূল উদ্দেশ্য। ’

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘন্টা, জুন ০৩, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।