ঢাকা: মার্কিন ড্রোন হামলায় রোববার পাকিস্তানের সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকায় ১০ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সেখানকার সংবাদ মাধ্যম।
এ নিয়ে বিগত দু’সপ্তাহে যুক্তরাষ্ট্র ছ’বার পাকিস্তানে ড্রোন হামলা চালালো। নিজেদের আকাশ সীমায় ড্রোন হামলা বন্ধে পাকিস্তানের অব্যাহত দাবি সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
জানা গেছে, আফগান সীমান্তের নিকটবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের মানা রাঘজাই গ্রামে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন সেনাবাহিনী।
সন্দেহভাজন এই জঙ্গিরা তাদের নেতার ভাইয়ের মৃত্যুতে সান্ত¦না দিতে একত্রিত হয়েছিল। একদিন আগে সংঘটিত অপর এক হামলায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
রোববারের এই হামলায় নিহত ১০ জনের মধ্যে দু’জন বিদেশীও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
যুক্তরাষ্ট্রে দাবি, পাকিস্তানে তালেবান ও আল কায়েদা গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করতেই এই ড্রোন হামলা চালাচ্ছে তারা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘন্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর