ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া সঙ্কট: ‘বিদেশি শক্তিকে’ দুষলেন প্রেসিডেন্ট আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, জুন ৩, ২০১২
সিরিয়া সঙ্কট: ‘বিদেশি শক্তিকে’ দুষলেন প্রেসিডেন্ট আসাদ

ঢাকা: এ মুহূর্তে সিরিয়া উপনিবেশিক যুগের পর সবচে ভয়াবহ সঙ্কটের মধ্যে পতিত হয়েছে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার রাজধানী দামেস্কে জাতীয় সংসদে বক্তৃতা করার সময় এ কথা বলেন তিনি।



তিনি বলেন, ‘দেশে বিভক্তি সৃষ্টির পেছনে বিদেশি শক্তির ‍হাত রয়েছে। বিদেশিদের সাহায্য সহায়তায় ‘সন্ত্রাসীরা’ দেশে অস্থিরতা এবং অনৈক্য সৃষ্টির পায়তারা করছে। ’

গত ২৫ ও ২৬ মে হোমস প্রদেশের হুলা শহরে ব্যাপক হত্যাকাণ্ডের পর এই প্রথম জনসমক্ষে কথা বললেন প্রেসিডেন্ট আসাদ।

সিরিয়া অস্থিরতা উসকে দেওয়ার জন্য বিদেশি শক্তিকে দায়ী করে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, ‘দেশ এখন বাইরের শক্তির সঙ্গে একটা সত্যিকারের যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ’ এক বছর আগে বিক্ষোভ প্রতিবাদ শুরুর পরই তার সরকার রাজনৈতিক নানা সংস্কার বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন তিনি।

গত মাসে সংসদ নির্বাচনের পর এই প্রথম বক্তৃতায় আসাদ সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ায় সহিংসতার হোতা সন্ত্রাসীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।

তিনি বলেন, ‘মুখোশ খুলে গেছে এবং সিরিয়ার বিভিন্ন ঘটনার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এখন স্পষ্ট। ’ সাম্প্রতিক নির্বাচন ‘খুনী সন্ত্রাসী এবং তাদের অর্থায়নকারীদের’ প্রতি জনগণের সঠিক জবাব বলে উল্লেখ করেন তিনি।

বিরোধীরা যারা দেশে বিদেশি হস্তক্ষেপ চায় তাদের সঙ্গে কোনো আলোচনার টেবিলে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর ‍আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।