ঢাকা: নাইজেরিয়ার একটি চার্চে বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। দেশটির মধ্য উত্তরাঞ্চলীয় বাউচি নগরীর নিকটবর্তী একটি চার্চে এই বিষ্ফোরনটি সংঘটিত হয়।
রোববার সকালে এই বিস্ফোরণ সংঘটিত হয়। নাইজেরিয়ার ‘ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’ বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেছে বিস্ফোরণের শিকার এই চার্চটি একটি ইভানজেলিকাল চার্চ। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। বিস্ফোরণে আহত হওয়া কমপক্ষে ৩৩ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে নাইজেরিয়ার রেডক্রস সূত্রে সংবাদমাধ্যম জানিয়েছে।
হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। তবে বোকো হারামকেই এই হামলার জন্য দায়ী করছে স্থানীয় কর্তৃপক্ষ। বোকো হারাম এর আগেও বাউচি প্রদেশের বিভিন্ন চার্চে হামলা চালিয়েছিলো বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর