ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ১৫৩ জন যাত্রী সমেত বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, জুন ৩, ২০১২
নাইজেরিয়ায় ১৫৩ জন যাত্রী সমেত বিমান বিধ্বস্ত

ঢাকা: নাইজেরিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। নাইজেরিয়ার প্রধান শহর লাগোসের বিমান বন্দরের নিকটবর্তী আবাসিক এলাকার একটি দোতলা ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১৫৩ জন যাত্রী ছিলো বলে জানা গেছে।

নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান হ্যারল্ড ডেনারেন জানান, ডানা এয়ারের এই বিমানটি লাগোস থেকে নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো।

বিমানবন্দরের ঠিক বাইরেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে নাইজেরিয়ার ‘ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট’। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত হওয়ার স্থানের দিকে রওয়ানা হয়েছে বলে জানা গেছে। তবে এখনও কোনো হতাহতের খবর জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।