ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার ব্যাপারে রাশিয়ার অবস্থান নিশ্চিত করতে চায় ইইউ নেতৃবৃন্দ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, জুন ৪, ২০১২
সিরিয়ার ব্যাপারে রাশিয়ার অবস্থান নিশ্চিত করতে চায় ইইউ নেতৃবৃন্দ

ঢাকা: সিরিয়ার ব্যাপারে জোরালো অবস্থান নিতে রাশিয়াকে চাপ দেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ইরানের শহরগুলো থেকে বিধ্বংসী অস্ত্র সরিয়ে নিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের সাথে দ্রুত মতৈক্যে পৌঁছতে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে চাইছে ইইউ নেতৃবৃন্দ।



সম্প্রতি তৃতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণকারি ভ্লাদিমির পুতিন ও তার সরকারের রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে জানতেই ইইউ নেতারা এমনটা করবেন বলে বিশ্লেষকদের ধারণা। উল্লেখ্য, রাশিয়ার সেন্ট পিটারসবার্গে ইইউ নেতাদের সাথে দু’দিনব্যাপী এক সম্মেলনে মিলিত হয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সাথে এক বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া বার্তায় সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে রাশিয়ার আন্তরিকতা ব্যক্ত করেন।

জাতিসংঘের হিসেব মতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে গত বছরের মার্চে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চলমান এই অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আসাদ সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে আন্তর্জাতিক নেতৃবৃন্দ।

এদিকে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে বিদেশী শক্তির ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন।

তবে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আলোচনায় বসার ক্ষেত্রে আসাদ সরকারের পদত্যাগকে পূর্বশর্ত হিসেবে মানতে নারাজ রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন বরং সিরিয়ার বর্তমান পরিস্থিতির উত্তরণে সরকার ও বিরোধী পক্ষ উভয়কেই সহিংসতা পরিত্যাগ করে আলোচনায় বসার প্রতি জোর দিয়েছেন।

দু’দিনের এই সম্মেলনে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। তাছাড়া ইইউভূক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণ প্রক্রিয়া দ্রুততর করতে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারেও আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ০৪, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।