ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে আবারো হামলা চালালো যুক্তরাষ্ট্র, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, জুন ৪, ২০১২

ঢাকা: যুক্তরাষ্ট্রের অব্যাহত ড্রোন হামলায় সোমবার সকালে পাকিস্তানে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। পাক-আফগান সীমান্তের নিকটবর্তী উত্তর ওয়াজিরিস্তানের হাসোখেল গ্রামে সোমবার সকালে মার্কিন সেনা পরিচালিত ড্রোন হামলায় এদের মৃত্যু হয়।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা  এ তথ্য নিশ্চিত করেছে।

এনিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা ২৭ এ গিয়ে দাঁড়াল। আর দু’সপ্তাহের মধ্যে ড্রোন হামলার সংখ্যা হল সাতটি।

এর আগে রোববার দক্ষিণ ওয়াজিরিস্তানের মানা রাঘজাই গ্রামে অপর এক ড্রোন হামলায় ১০ সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়।

পাকিস্তানের আকাশ সীমায় মার্কিন ড্রোন হামলা বন্ধের দাবি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এই আচরণে উভয় দেশের সম্পর্কে তিক্ততা বেড়ে চলেছে।

অব্যাহত এই হামলার ফলে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ পথ খুলে দেওয়া নিয়েও জটিলতা বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে মার্কিন হামলায় ২৪ জন পাকিস্তানি সৈন্যের মৃত্যুকে কেন্দ্র করে আফগানিস্তানে ন্যাটোর সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে পাকিস্তানের এমন দাবিও নাকোচ করে দেয় যুক্তরাষ্ট্র।

অপরদিকে পাকিস্তানে আল কায়েদা ও তালেবান ঘাঁটি ধ্বংস করতেই অব্যাহতভাবে এ হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০৪, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।