ঢাকা: নাইজেরিয়ার বিমান দুর্ঘটনায় দেড় শতাধিক বিমান আরোহীর সবার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে সেখানকার সরকার। নাইজেরিয়ার প্রধান শহর লাগোসে রোববার একটি যাত্রীবাহি বিমান এক আবাসিক ভবনে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লাগোস ভিত্তিক ডানা এয়ারের বোয়িং এমডি-৮৩ বিমানটি লাগোস থেকে রাজধানী আবুজার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই বিমান বন্দরের উত্তর দিকে ইজু নামক স্থানে আছড়ে পড়ে।
দুর্ঘটনার ফলে বিমান আরোহীরা ছাড়াও ঘটনাস্থলে আরো প্রাণহানীর আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মৃতের সঠিক সংখ্যা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন দুর্ঘটনার কারণ তদন্তে সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে যথাযত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১১ মে তারিখে লাগোস বিমান বন্দরে জরুরী অবতরণের সময় কারিগরি ত্রুটির কারণে আরো একটি বিমান দুর্ঘটনার শিকার হয় বলে জানা যায়। ২০০৫ সাল থেকেই নিজেদের বিমান ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা করছে নাইজেরিয়া। তা সত্ত্বেও পশ্চিম আফ্রিাকার দেশগুলির মত এখানেও বিমান ভ্রমণ এখনো ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, জুন ০৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর