ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০ মিনিটে ২ লিটার পানি পান করে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
২০ মিনিটে ২ লিটার পানি পান করে নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের লেক ফ্রিম্যানে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে সামারস নামের এক নারী। প্রচণ্ড গরমে তার খুব তৃষ্ণা পায়।

যার কারণে মাত্র ২০ মিনিটের মধ্যে তিনি দুই লিটার পানি পান করেন। এরপরই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। শেষমেশ মৃত্যু।

অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, অনেকে বলছিল, মাত্র ২০ মিনিটে অ্যাশলে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)।

লেক ফ্রিম্যান থেকে ফিরে নিজ বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফেরেনি।

মিলার বলেন, হলি (আরেক বোন) অ্যাশলের হাসপাতালে ভর্তির বিষয়টি ফোন করে জানান। তবে সে সময় তারা জানতেন না, কী কারণে তিনি (অ্যাশলে) অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়।

মিলার বলেন, ‘চিকিৎসকেরা যখন পানি বিষক্রিয়ার কথা বললেন, আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম। ’

হাসপাতালের চিকিৎসক ব্ল্যাকে ফ্রোবার্গ বলেন, সাধারণত গরমের সময় বা যারা বাইরে রোদে কাজ করেন বা ঘন ঘন ব্যায়াম করেন, তাদের হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ইলেকট্রোলাইট, সোডিয়াম ও পটাশিয়ামযুক্ত পানীয় পান করা গুরুত্বপূর্ণ।

হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এ সমস্যা দেখা দেয়।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।