ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চলে গেলেন জনপ্রিয় মার্কিন টিভি উপস্থাপক রিচার্ড ডসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, জুন ৪, ২০১২
চলে গেলেন জনপ্রিয় মার্কিন টিভি উপস্থাপক রিচার্ড ডসন

ঢাকা: ব্রিটিশ বংশোদ্ভূত বিখ্যাত মার্কিন টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ডসন শনিবার সন্ধ্যায় মারা গেছেন। খাদ্যনালীতে ক্যান্সারের কারণে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ছেলে গ্যারি।



শনিবার এক ফেসবুক বার্তায় গ্যারি তার বাবা রিচার্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফেসবুক বার্তায় গ্যারি তার বাবাকে অত্যন্ত দায়িত্বশীল বলে অভিহিত করেছে। বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্যারি।

রিচার্ডের উপস্থাপনায় পরিচালিত সবচেয়ে বিখ্যাত টিভি অনুষ্ঠান হচ্ছে ফ্যামিলি ফিউড এবং হোগান’স হিরোস।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে এবিসি নেটওয়ার্কে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউড ১৯৭৮ সালে ডেটাইম এমি অ্যাওয়ার্ড জিতে নেয়। প্রসঙ্গত, ফ্যামিলি ফিউড অনুষ্ঠানটি সপ্তাতে মোট ১১ বার প্রচারিত হত।

১৯৮৫ সালে রিচার্ড এ অনুষ্ঠানের উপস্থাপনায় বিরতি দিলেও ১৯৯৪তেই তিনি আবার ফিরে আসেন। প্রায় ১০ বছর সফলতার সাথে তিনি এ অনুষ্ঠানে কাজ করেছেন।

১৯৮৭ সালে দ্য রানিং ম্যান চলচ্চিত্রে নায়ক আর্নল্ড সোয়ার্জনেগারের সাথেও কাজ করেছেন রিচার্ড। সেখানে তাকে একজন নিষ্ঠুর উপস্থাপকের ভূমিকায় দেখা গেছে।

রিচার্ড ডসন ১৯৩২ সালে ইংল্যাণ্ডের হ্যাম্পশায়ারে গসপোর্ট নামক স্থানে জন্ম গ্রহণ করেন। ১৯৫৯ সালে অভিনেত্রী ডায়ানা ডরসের সাথে বিয়ে বন্ধনের আবদ্ধ হন রিচার্ড। কিন্তু আট বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

তবে ১৯৮১ সালে রিচার্ড আবার বিয়ে করেন। হোগান’স হিরোস অনুষ্ঠানের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গ্রেচেনকে বিয়ে করেন রিচার্ড।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, জুন ০৪, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।