ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আটককৃত দুই লেবাননিকে ছেড়ে দিয়েছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, জুন ৪, ২০১২

ঢাকা: আটককৃত দুই লেবাননি কৃষককে ছেড়ে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। ইয়াসিন মেরেই এবং মাহদি হামদান নামের এই দুই কৃষককে রোববার দুপুরে লেবাননের কাছে হস্তান্তর করা হয়।

সিরিয়ার সেনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত বুধবার লেবাননের উত্তরাঞ্চল থেকে অজ্ঞাত পরিচয় কিছু বন্দুকধারী তাদেরকে অপহরণ করে সিরিয়া সীমান্তে নিয়ে যায়। কিন্তু কিভাবে তাদেরকে অপহরণ করা হয়েছে আর কি করে তারা শেষ পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনীর কব্জায় পৌঁছল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সিরিয়া কিংবা লেবানন।

প্রসঙ্গত, অপহৃতদের আত্মীয়-স্বজনরা সীমান্তবর্তী আক্কার প্রদেশের আবুদিয়েহ শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘন্টা, জুন ০৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।