ঢাকা: বাণিজ্য, পররাষ্ট্রনীতি, জ্বালানিসহ অন্যান্য বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনদিনের সফরে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সফরের মধ্য দিয়ে পুতিন দু’দেশের মধ্যে বাণিজ্যিক বিনিময়ের হার আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এই লেনদেনের পরিমাণ ২০১৫ সালের মধ্যে ১০ হাজার কোটি ডলার এবং ২০২০ সালের মধ্যে ২০ হাজার কোটি ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।
এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজে-া সিরিয়ার শান্তি প্রক্রিয়া নিয়েও চীন ও রাশিয়া আলোচনা করবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের অব্যাহত শান্তি প্রক্রিয়ার চেষ্টা সত্ত্বেও সেখানে সহিংতা বেড়েই চলেছে। সোমবারও সেখানে ভিন্ন ভিন্ন সংঘর্ষে প্রায় ৮০ জন সৈন্যের মৃত্যু হয়েছে।
তিনদিনের সফরে দেশ দু’টির মধ্যে বাণিজ্য সংক্রান্ত ১৭টি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস চুক্তির বিষয়ে কিছুই স্পষ্ট করে বলেনি চীন কিংবা রাশিয়া।
সফরের শেষ দিনে বৃহস্পতিবারে চীনের প্রেসিডেন্ট হু জিন তাওয়ের সাথেও বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুন ০৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর