ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আল কায়েদা নেতা লিবিকে হত্যাই মূল উদ্দেশ্য ছিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, জুন ৫, ২০১২
আল কায়েদা নেতা লিবিকে হত্যাই মূল উদ্দেশ্য ছিল

ঢাকা : আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবিকে হত্যার উদ্দেশ্যেই সোমবার উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, সোমবার উত্তর ওয়াজিরিস্তানের হাসোখেল গ্রামে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে প্রায় ১৫ জনের মৃত্যু হয়।

তবে নিহতদের মাঝে লিবির মৃতদেহটি আছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। ২০০৯ সালেও একবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু মৃতদেহ সঠিকভাবে সনাক্ত করার পর কর্তৃপক্ষের ভুল ভাঙে।

মার্কিন কর্তৃপক্ষের ধারণা, গত বছর ওসামা বিন লাদেনের মৃত্যুর পর লিবিয় বংশোদ্ভূত আবু ইয়াহিয়া আল-লিবি আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।