ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে মধ্য এশিয়ার স্থলসীমা ব্যবহার করবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, জুন ৫, ২০১২
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে মধ্য এশিয়ার স্থলসীমা ব্যবহার করবে ন্যাটো

ঢাকা : নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সমস্ত যুদ্ধাস্ত্র সরিয়ে নিতে কাজাখস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তানের স্থলসীমা ব্যবহার করবে ন্যাটো।

ন্যাটোর মহাসচিব অ্যানডারস ফগ রাসমুসেন সোমবার মধ্য এশিয়ার এসব দেশের স্থলসীমা ব্যবহার সংক্রান্ত একটি চুক্তির স্বাক্ষরের খবর নিশ্চিত করেছেন।



চুক্তি শেষে সংবাদ সম্মেলনে রাসমুসেন বলেন, ‘চুক্তির ফলে আমরা অনেক সহজে এবং দ্রুত সমস্ত যুদ্ধাস্ত্র আফগানিস্তান থেকে সরিয়ে নিতে পারব। ’

উল্লেখ্য, ২০১৪ সালের মধ্যেই আফগানিস্তান থেকে ন্যাটোর সব সৈন্য সরিয়ে নেওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে ন্যাটোর সদস্য দেশগুলো।

জানা গেছে, আফগানিস্তান থেকে ন্যাটোর এই সেনাবহর মধ্য এশিয়া ও রাশিয়া হয়ে ইউরোপে পৌঁছবে। এতে পাকিস্তানের স্থলসীমা ব্যবহার না করেই আফগানিস্তান থেকে ন্যাটোর সেনাবহর সরিয়ে নেয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় ২৪ পাকিস্তানি সৈন্যের মৃত্যুতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে মধ্যকার সম্পর্কের চরম অবনতি হয়। এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে ন্যাটোর সরবরাবহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান।

এদিকে পাকিস্তানের বারংবার দাবি সত্ত্বেও তাদের আকাশ সীমায় ড্রোন হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ফলে ন্যাটোর সরবরাহ পথ সংক্রান্ত আলোচানায় এখনো অচলাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সুবিধার্থে মধ্য এশিয়ার উল্লিখিত দেশগুলির সাথে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করল ন্যাটো।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।