ঢাকা: দক্ষিণাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর থেকে আল কায়েদা সমর্থিত যোদ্ধাদের হটিয়ে দিতে নতুন করে অভিযান শুরু করেছে ইয়েমেনি সেনাবাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শাকরা শহরটি বর্তমানে আল কায়েদা সমর্থিত যোদ্ধাদের নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।
ইতিমধ্যেই সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান স্থানীয় জনগণকে শাকরা এবং নিকটবর্তী অপর দুটি শহর থেকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন। শাকরার পাশাপাশি এই শহরগুলোও এখন আল কায়েদার নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
শাকরা শহরটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগর উপকূলে অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল রুট এই শহরের পাশ দিয়েই চলে গেছে। পাশাপাশি শহরটি সোমালি যোদ্ধাদের ইয়েমেনে প্রবেশের প্রধান রুট হিসেবে পরিচিত।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধি দক্ষিণাঞ্চলীয় আবায়ান প্রদেশের রাজধানী জিনজিবার থেকে জানান, ইয়েমেনি বাহিনী শহরের প্রবেশ মুখে অবস্থান নিয়েছে। স্থানীয় উপজাতি যোদ্ধা এবং বিমানবাহিনী তাদের সহায়তা করছে। তবে আল কায়েদা যোদ্ধারা গেরিলাপন্থা অবলম্বন করায় সেনাবাহিনীর অগ্রাভিযানে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি।
আল কায়েদা ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের বাহিনীর ওপর হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনি বাহিনীর কমান্ডার কর্নেল আলি রাদমান কাহতান। তিনি জানান আলকায়েদা যোদ্ধারা স্থানীয় হওয়ায় তারা এ এলাকা সম্পর্কে খুব ভালোভাবে জানে। ছোট ছোট গাছ ও জঙ্গলে পূর্ণ হওয়ায় এলাকাটিতে আল কায়েদা বাড়তি সুবিধা পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ট্যাংকের সমর্র্থন নিয়ে ইয়েমেনি বাহিনী বর্তমানে শাকরা শহরের দিকে এগিয়ে যাচ্ছে । শাকরা জিনজিবার থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
ইয়েমেনি বাহিনীর আল কায়েদা বিরোধী লড়াইয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। দেশটি অনেকদিন ধরেই ইয়েমেনে সন্দেহভাজন আল কায়েদা যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইয়েমেনি সেনাবাহিনীর পুর্নগঠনের কাজে সহায়তা করছে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ০৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর