ঢাকা: চলতি বছরের মে মাসেও ইউরোজোনের বেসরকারিখাতে সঙ্কোচনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
বিভিন্ন সূচকে বেসরকারখাতের সঙ্কোচনপ্রবণতার এই হার গত তিনবছরের মধ্যে সর্বনিম্ন বলে জানা গেছে।
এর আগে স্পেন এবং ফ্রান্সের বেসরকারি খাত সঙ্কোচনের মুখোমুখি হলেও এই প্রথম ইউরোজোনের স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিত জার্মানিতেও বেসরকারিখাতে সঙ্কোচন লক্ষ্য করা গেছে।
ইউরো জোনের অর্থনৈতিক মন্দার কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে বেসরকারিখাতে বিনিয়োগ কমে যাওয়ার কারণেই এ অবস্থার সৃস্টি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
মারকিট ইনডেক্সের প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, গত তিন বছর ধরেই ইউরোজোনের বেসরকারিখাতে এই নিম্নমুখীধারা অব্যাহত আছে।
তিনি জানান, চলতি জুনেও যদি এই সূচকে এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে তবে চলতি প্রান্তিকে এই ইনডেক্স আরো দশমিক ৫ শতাংশ কমে যেতে পারে।
এদিকে বেসরকারি খাতের পাশাপাশি টানা সাত মাস ধরে ইউরোজোনের সেবাখাতের ইনডেক্সও নিম্নমুখী রয়েছে। এপ্রিলে ইনডেক্সের অবস্থান ছিল ৪৬ দশমিক ৯ পয়েণ্টে কিন্তু মে মাসে তা নেমে আসে ৪৬ দশমিক ৬ পয়েণ্টে।
ইউরোজোনের সবগুলো দেশের মধ্যে শুধুমাত্র জার্মানিই এখন পর্যন্ত সেবাখাতে ভালো অবস্থানে রযেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ০৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর