ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, জুন ৫, ২০১২
আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে সংঘাত

ঢাকা: সীমান্তে আর্মেনীয় বাহিনীর হামলায় পাঁচ আজারবাইজানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। উভয় দেশের মধ্যবর্তী বিতর্কিত সীমান্তে এই হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানায় তারা।



মঙ্গলবার প্রদত্ত বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত দু’দিন ধরে সীমান্তের বিভিন্ন স্থানে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে গুলিবিনিময় সংঘটিত হয়েছে।

এর আগে সোমবার আর্মেনিয়া দাবি করেছিলো আজারবাইজানি বাহিনীর হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে। এ সব ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ককেসাসে অবস্থিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র দুটির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, দুই দেশের সীমান্তবর্তী বিতর্কিত নাগার্নো কারাবেখ ছিটমহল নিয়ে উভয় দেশের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলে আসছে। ছিটমহলটি নিয়ে দেশদুটির মধ্যে দীর্ঘ ছয় বছর যুদ্ধ চলে। এতে প্রায় ৩০ হাজার লোক নিহত হওয়ার পাশাপাশি দশ লাখেরও বেশি লোক স্থানচ্যুত হয়।

এদিকে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দক্ষিণ ককেসাস সফর করছেন। তিনি উভয় পক্ষকেই শান্ত থাকার আহবান জানিয়ে বলেছেন এ লড়াই অর্থহীন। যুদ্ধ করে উভয় দেশের সীমান্ত সমস্যার সমাধান করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় সীমান্তবর্তী গ্রাম আশগাই আসকিপারার কাছে মঙ্গলবার সকালের দিকে সংঘর্ষ শুরু হয়। আর্মেনীয় কমান্ডোরা আজারবাইজানি সেনাদের ওপর হামলা চালালে এই সংঘাত শুরু হয় বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জুন ০৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।