ঢাকা: ড্রোন হামলায় আল কায়েদা নেতা আবু ইয়াহিয়া আল-লিবির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। সোমবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাসোখেল গ্রামে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে দুই দফা ড্রোন হামলা চালালে লিবির মৃত্যু হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
গত বছর মার্কিন হামলায় ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করে লিবি। আল কায়েদা শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির পরেই লিবির অবস্থান।
সোমাবারের ওই হামলায় নিহত ১৫ জঙ্গির মধ্যে লিবিও রয়েছে মঙ্গলবার এমন দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে তার মৃত্যুর সঠিক সময় সম্পর্কে নিশ্চিত তথ্য জানাতে পারেনি তারা।
যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এ নিয়ে আল কায়েদার প্রায় ডজন খানেক শীর্ষ স্থানীয় নেতাকে হত্যা করল তারা। উল্লেখ্য, লিবিকে খুঁজে পাওয়ার স্বার্থে তার সম্পর্কে সঠিক তথ্য প্রদানকারীকে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
তবে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই দাবি সত্য নয়। লিবির মৃত্যু হয়েছে এমন দাবি এর আগেও করা হয়েছে। পরে দেখা গেছে আসলে খবরটি সত্য নয়।
তার মতে, মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই তারা লিবির মৃত্যুর প্রচারণাকেই শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর