ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মানবিক সাহায্যকর্মীদের সিরিয়ায় প্রবেশের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জুন ৬, ২০১২
মানবিক সাহায্যকর্মীদের সিরিয়ায় প্রবেশের অনুমতি

ঢাকা: রাজনৈতিক টানাপড়েনে সিরিয়া থেকে পশ্চিমা কূটনীতিকদের বহিষ্কার করলেও আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থাগুলোকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দিয়েছে সেখানকার সরকার।

এই প্রথমবারের মত সেখানে সাহায্যকর্মীদের প্রবেশের অনুমতি দিল সিরিয়া সরকার।

তবে আপাতত শুধুমাত্র হোমস, দেরা, ইদলিব এবং দেইর আজোর শহরে তাদরকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশাল কমিটি অব দ্য রেড ক্রস এবং জাতিসংঘে পাশাপাশি অন্যান্য সাহায্য সংস্থাগুলিও এখানে কাজ করতে পারবে বলে জানিয়েছে সিরিয়া।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অ্যা- হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে, ইতিমধ্যেই তারা তাদের স্কাউটদের সিরিয়ায় পাঠিয়ে দিয়েছে।

সাহায্য সংস্থাগুলোকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দিলেও বহিষ্কৃত কূটনীতিকদের সেখানে স্বাগত জানানো হবে না বলে জানিয়েছে সিরিয়া সরকার।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি পশ্চিমা দেশসহ এ পর্যন্ত ১৭টি দেশের কূটনীতিকদের বহিষ্কার করেছে সিরিয়া।

ইতিমধ্যে সিরিয়ার  পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, কানাডা, স্পেন, জার্মানি, বেলজিয়াম, বুলগেরিয়া ও তুরস্কের কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

গত মার্চে সিরিয়ার হুলা হত্যাকাণ্ডে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় বেশ কয়েকটি রাষ্ট্র থেকে সিরিয় কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সিরিয়াও সেসব রাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

তবে সিরিয়ার চলমান পরিস্থিতির প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থাগুলির মানবিক সাহায্য প্রত্যাখ্যান করেনি সিরিয়ার সরকার।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ০৬, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।