ঢাকা: আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের কান্দাহারে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একটি হোটেলে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম।
প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল রাজিক জানিয়েছেন, যে হোটেলে বোমা হামলা চালানো হয়েছে সেখানে ন্যাটো বাহিনীর জন্য কর্মরত গাড়ি চালকরা কাজ করছিল।
হামলায় ২২ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কান্দাহার নগরীকে তালেবান কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকেই তাদের অধিকাংশ বিদ্রোহী কার্যক্রম পরিচালিত হয় বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর