ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জুন ৬, ২০১২
কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত

ঢাকা: আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের কান্দাহারে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একটি হোটেলে এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম।



প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল রাজিক জানিয়েছেন, যে হোটেলে বোমা হামলা চালানো হয়েছে সেখানে ন্যাটো বাহিনীর জন্য কর্মরত গাড়ি চালকরা কাজ করছিল।

হামলায় ২২ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কান্দাহার নগরীকে তালেবান কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকেই তাদের অধিকাংশ বিদ্রোহী কার্যক্রম পরিচালিত হয় বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।