ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, আগস্ট ১৫, ২০২৩
রাশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ  নিহত ২৫

রাশিয়ায় একটি  পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন ।

সোমবার রাতে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দাগেস্তানের রাজধানী মাখাচকালাতে হাইওয়ের রাস্তার পাশে একটি গাড়ির গেরেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণে কাছাকাছি একটি পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ে। খবর আল জাজিরা।  

এই ঘটনায় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ৬০০ বর্গ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লাগে।

বাংলাদেশ সময় ১২১২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।